সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস;
খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তের গুলিতে মানিক (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার নৈহটি ইউনিয়নের জয়পুর এলাকার একটেল টাওয়ারের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত যুবক রূপসা চর বাগমারা এলাকার বাসিন্দা বেলায়েত হোসেনের ছেলে। নিহত মানিক খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘বি’ কোম্পানীর সদস্য ছিল।
রূপসা থানার ডিউটি অফিসার জনি আহমেদ ওই যুবকের মৃত্যুও বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে একটি ভ্যানযোগে ইলাপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে পরপর দু’টি গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলে যুবক মানিক মাটিতে পড়ে যায়। তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা সাধারণ মানুষের সাথে মিশে যায়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা রাস্তায় বেরিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি খালি গুলির খোসা উদ্ধার করে। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।