কাউখালী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে সর্বস্তরের মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন, কাউখালীর কৃতি সন্তান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
শনিবার (২৩ আগস্ট) সকাল দশটায় কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। দিনব্যাপী প্রায় তিন শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা দেওয়া সহ ঔষধ সরবরাহ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব হোসেন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফুল ইসলাম সেতু, কাউখালী সরকারি কলেজের ছাত্রদলের সাবেক আহবায়ক
মোঃ ইমরান, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।এই মহৎ উদ্যোগ সম্পর্কে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন বলেন, সাধারণ জনগণের সেবা করাই আমার লক্ষ্য। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা দিতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আরো বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যকলাপ অব্যাহত রাখব।