প্রতিনিধি, পিরোজপুর :
পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেল চাপায় সামিয়া আক্তার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার (২ জুলাই) দুপুরের দিকে কাউখালী-ভিটাবাড়িয়া সড়কের চিরাপাড়া সরদারের বাড়ির সম্ূখ সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী স্থানীয় চিড়াপাড়া গ্রামের দুলাল মোল্লার মেয়ে। সে চিরাপাড়া এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রোণির ছাত্রী।
স্থানীয়দের সূত্রে জানাগেছ, হাসপাতালে চিকিৎসা শেষে নিয়ে মায়ের সাথে অটোরিকশায বাড়ি ফিরছিলো। বাড়ির সম্মূখ সড়কে নামার সময় সাথে থাকা মা রিক্সার ভাড়া দেওয়ার সময় পিছন থেকে একটি বেপরোয়া মোটরসাইকেল শিশু সামিয়াকে চাপা দেয়। গুরুতর আহত সামিয়াকে স্থানীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সময় এলাকাবাসী মোটরসাইকেল চালকসহ ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. সোলায়মান জানান, অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে। নিহত স্কুল ছাত্রীর পরিবারের লিখত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।