বিশেষ প্রতিনিধি,
পিরোজপুরের কাউখালীতে পুলিশ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছে মজুদকৃত ইয়াবা ট্যাবলেট,ও গাঁজা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার ( ৩ জুলাই) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, কাউখালী সদর ইউনিয়নের বাশুরি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রাব্বি হোসেন (২২), একই গ্রামের সুলতান মোল্লার ছেলে ইউসুফ মোল্লা(৩২) ও শিয়ালকাঠি গ্রামের নুরুল ইসলাম এর ছেলে জাহিদুল ইসলাম (৫০)।
থানা সূত্রে জানাগেছে,বুধবার দিনগত রাতে কাউখালী থানার এসআই আতিয়ার রহমান ও এসআই রাকিব হাসান উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় গোপনে সংবাদ পেয়ে ওই তিন মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো সোলায়মান জানান, এদের বিরুদ্ধে কাউখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে পিরোজপুর জেলা হাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধি অভিযান অব্যাহত থাকবে ।