আব্দুর রহমান, ঝিনাইদহ থেকে;
১৪ ই সেপ্টেম্বর সকাল ৯ ঘটিকায় আরআরএফ প্রশিক্ষণ ও রিসোর্স সেন্টার রামনগর যশোরে এডাব যশোর জেলা শাখার উদ্যোগে চার দিন ব্যাপি দ্বন্দ্ব সংবেদনশীল ও দ্বন্দ্ব রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। এডাব যশোর জেলা শাখার সভাপতি নবী নওয়াজ মোহাম্মদ মুজিবুদৌলা সরদার কনক এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন জনাব মোঃ রেজাউল করিম, নির্বাহী সদস্য, এডাব কার্যনির্বাহী পরিষদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনক কাউসার আলম মুন্সী, কর্মসূচি পরিচালক, এডাব কেন্দ্রীয় সচিবালয়, ঢাকা। এছাড়া উপস্থিত ছিলেন সমাপিকা হাওলাদার, মনিটরিং অফিসার ও ও কর্মসূচি কর্মকর্তা তাহমিনা বাশার নাজনীন, কর্মশালাটি রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন মালিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি উত্তরা ত্রিপুরা,বাবুল চাকমা দীপাজ্জল খিরসা । খুলনা বিভাগের ছয়টি জেলা থেকে যথা খুলনা সাতক্ষীরা যশোর মাগুরা থেকে ২৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মশালা সার্বিক তত্ত্বাবধান করেন এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী মো : রেজাউল করিম।