খান মোঃ নাসির উদ্দিন, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রায় ৩ বছর ধরে বিদ্যালয়ে অননুমোদিত ভাবে অনুপস্থিত রয়েছেন। ফলে বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজে বছরের পর বছর ধরে বিঘ্ন ঘটছে।
জানা গেছে, উপজেলার ৫৪নং সাউথখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার হালদার গত ১৯/১০/২৩খ্রি. থেকে বিদ্যালয়ে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। এরপর তিনি ডাকযোগে ১১/১২/২৩খ্রি. উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠানো এক আবেদনে গত ২০/১০/২৩খ্রি. থেকে ৪ সপ্তাহের চিকিৎসা ছুটির একটি আবেদন পাঠান। পরবর্তীতে তিনি আবারো ডাকযোগে ৫ সপ্তাহের চিকিৎসা ছুটির জন্য আরো একটি আবেদন পাঠান। এরপর থেকে তিনি আর বিদ্যালয়ে আসেননি বা কোন যোগাযোগ করেননি। তার দীর্ঘ অনুপস্থিতিতে বিদ্যালয়ে পাঠদান ও প্রশাসনিক কাজেও বিঘ্ন ঘটছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হাওলাদার জানান, প্রধান শিক্ষক রতন কুমার হালদার ২০২৩ সালের অক্টোবর মাসে দূর্গা পূজার ছুটির পর বিদ্যালয় খোলার তারিখ থেকে অনুপস্থিত আছেন। শুনেছি তিনি পূজার ছুটিতে ভারতে গেছেন এরপর আর তিনি বিদ্যালয়ে ফিরে আসেননি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাকিম বলেন, ৫৪নং সাউথখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার হালদার গত ১৯/১০/২৩খ্রি. থেকে বিদ্যালয়ে অননুমোদিত অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমি পূর্বের এবং বর্তমান জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে ২ বার পত্র প্রেরণ করেছি।
এ বিষয়ে পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “রতন কুমার হালদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন আছে। মামলায় দোষী সাব্যস্ত হলে তাকে চাকুরী থেকে চূড়ান্ত বরখাস্ত করা হবে”।
দর্পণ/এম এ