শরণখোলায় আজ রবিবার (১৩ জুলাই) রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। চারটি ইউনিয়নের ৭১ সদস্যবিশিষ্ট কমিটির মোট ২৮৪ জন কাউন্সিলর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ভোট দিয়ে প্রার্থীদের নির্বাচিত করবেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আঞ্জুমান আরা আলো ও আনোয়ার হোসেন পঞ্চায়েত। সাধারণ সম্পাদক পদের জন্য রয়েছেন মোল্লা ইসাহাক আলী, বেলাল হোসেন মিলন ও ফরিদ উদ্দিন মানিক। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তালুকদার মধু, মোল্লা মিজানুর রহমান, মহিউদ্দিন বাদল, শহীদুল ইসলাম লিটন ও মনিরুজ্জামান।
দীর্ঘ ৯ বছর পর এই সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আলো-মিলন-বাদল পরিষদ ও আনোয়ার-ইসাহাক পরিষদ দুটি প্যানেল ভোটযুদ্ধে অংশ নিচ্ছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক খাদেম নেয়ামুল নাসির জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।