বিএল কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ
সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস:
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ২০২৪-এ আমরা যে স্বপ্ন দেখেছিলাম কতিপয় রাজনৈতিক দলের স্বার্থন্বেষি চিন্তার কারণে আামরা দেখতে পাচ্ছি ঐক্যমত হতে পারছে না। দেশে অনিশ্চয়তার মধ্যে ভুগছে। ৫৪ বছরের যে নির্বাচন পদ্ধতি বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারেনি, সে একই নির্বাচন পদ্ধতি আবার আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আরেকটা স্বৈরশাসক আমাদের উপরে চাপানোর অভিপ্রায় তারা ব্যক্ত করছে। আমরা স্পষ্টভাবে বলছি, আমাদের শরীরে রক্ত থাকতে আর নতুন কোনো স্বৈরশাসক জন্ম হতে দেবো না ইনশাল্লাহ।
খুলনার সরকারি ব্রজলাল কলেজে অনার্স ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সোমবার সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে ইসলামী ছাত্র শিবিরের বিএল কলেজ শাখা এই অনুষ্ঠানের আয়োজক। ব্রজলাল কলেজ শাখার সভাপতি হযরত আলীর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ।
শিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, ২০২৪ সালে অনিবার্য বিপ্লব হয়েছে। এটি শুধু এই ভুখন্ডের মধ্যে সীমাবদ্ধ ছিলো না। এর বাইরে গিয়েও এক কোটি ৫৫ লক্ষ ভাই-বোনেরা বিদেশে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে তারা রেমিট্যান্স শার্ট ডাউন দিয়েছিল। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ওই ক্ষুদ্র কোটার আন্দোলন এক দাবানলে রুপ নিয়েছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, ছাত্রশিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, জামায়াতে ইসলামীর মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল ও সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, বিএল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, মহানগরী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মোকারম বিল্লাহ আনসারী ও মোশারফ আনসারি।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগরী ছাত্রশিবির সেক্রেটারি রাকিব হাসান, বিএল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুনসুর আলম চৌধুরী ও আশরাফ হোসেন, হোসাইন আহমেদ, আব্দুল্লাহ বুখারী, আবুল কাশেম, আবির হোসেন, ইয়াছিন আরাফাত, ইসরাফিল হোসাইন এবং বেলাল হোসাইন। এছাড়াও কলেজের অধ্যাপক হারুনুর রশিদসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।