।।শরণখোলা দর্পণ প্রতিবেদন।।
পূর্ব সুন্দরবনে হরিণ শিকারীদের অপতৎপরতা থামছেইনা। এবার সুন্দরবনের বয়ারশিং বনাঞ্চলে ফাঁদে আটকে থাকা একটি হরিণ ও শুকর উদ্ধার করেছে বনরক্ষীরা। জব্দ করেছে ৩ হাজার ফুট নাইলনের তৈরী মালা ফাঁদ। রবিবার (২৭ জুলাই) দুপুরে হরিণ টি উদ্ধার করা হয়। এদিন বিকেলে উদ্ধার করা হরিণ ও শুকর সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়,পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্মার্ট টীম-২ এর টীম লিডার ফরেষ্টার নজরুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা রবিবার দুপুরে সুন্দরবনের ঝাপসি টহল ফাঁড়ি ও মরা পশুর টহল ফাঁড়ির মধ্যবর্তী বয়ারশিং বনাঞ্চলে হেটে টহলের সময় বনের মধ্যে শিকারীদের পেতে রাখা মালা ফাঁদে একটি হরিণ ও একটি শুকর আটকে থাকতে দেখেন। বনরক্ষীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফাঁদে আটকে থাকা হরিণ ও শুকরকে ফাঁদ থেকে মুক্ত করেন। হরিণটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলো। শুকরটি ফাঁদ থেকে ছাড়া পেয়ে বনের মধ্যে দৌড়ে পালায়।
ফাঁদে আটকা হরিণ
বনরক্ষীরা এ সময় বনের মধ্যে তল্লাশী করে পেতে রাখা ৩ হাজার ফুট নাইলনের মালা ফাঁদ জব্দ করেন। বনরক্ষীরা উদ্ধার করা হরিণটিকে পানি ও পাতা খাইয়ে সুস্থ করে তোলেন। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বনরক্ষীরা রবিবার বিকেলে হরিণটিকে সুন্দরবনে ছেড়ে দিয়েছে বলে বনবিভাগ জানায়।
উদ্ধারকৃত শুকর
পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী আজ রাত সাড়ে ১০টায় মোবাইল ফোনে “শরণখোলা দর্পণ”কে বলেন, সুন্দরবনে হরিণ শিকার প্রতিরোধে বনরক্ষীরা নিরলস অভিযান পরিচালনা করছে। রবিবার দুপৃুরে সুন্দরবনের বয়ারশিং এলাকায় ফাঁদে আটকে থাকা হরিণটি উদ্ধার করে বিকেলে সেটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।#