শরণখোলা উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় উপজেলা সদর পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত বিএনপির কার্যালয়ে।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলার চারটি ইউনিয়নের ছাত্রদল নেতৃবৃন্দ। প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলেন ৪নং সাউথখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ তারিকুল ইসলাম, ১নং ধানসাগর ইউনিয়নের ছাত্রদল নেতা মোঃ মাহাদি মিরাজ এবং রমনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক। তিনি ঢাকায় রাজনীতি করলেও শরণখোলার ছাত্র রাজনীতির সাথে নিবিড়ভাবে জড়িত।
এছাড়াও উপস্থিত ছিলেন খোন্তাকাটা ইউনিয়ন ছাত্রদলের উদীয়মান নেতা মাহমুদুল হাসান সহ ছাত্রদলের অন্যান্য তরুণ, উদ্যমী ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আলোচনাকালে নেতৃবৃন্দ দলকে সুসংগঠিত ও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন নেতাকর্মীদের উদ্দেশে বলেন,
“ছাত্রদলের প্রতিটি কর্মী আমার ভাই। সকলকে নিয়েই আমরা একটি আধুনিক, শক্তিশালী ও ঐক্যবদ্ধ উপজেলা গড়ার পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি সবার পরামর্শ নিয়ে, ভালোবাসা নিয়ে, রাজনীতিকে মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই।”
ছাত্রদলের এ সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সম্প্রীতি, ঐক্য এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।