শরণখোলা দর্পণ প্রতিবেদনঃ
চট্রগ্রামে অস্বাভাবিক মৃত্যু হয়েছে শরণখোলার সোনিয়া বেগমের (৩৪)। নিহত সোনিয়া শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামের আবুল কাশেম সেপাইর কন্যা। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চট্রগাম মেট্রোপলিটন হালিশহর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। সোনিয়ার পিতার দাবী স্বামীর পরকিয়ায় বাধা দেওয়ায় এটা পরিকল্পিত হত্যাকান্ড। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে চট্রগামে সোনিয়ার লাশের ময়না তদন্ত শেষে স্বজনরা লাশ নিয়ে শরণখোলার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। সোনিয়ার স্বামী মাসুম খলিফা গা ঢাকা দিয়েছে।
সোনিয়ার স্বামী মাসুম খলিফা
শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম সেপাই আজ (৩ জুলাই) রাত ১০টায় মোবাইল ফোনে “শরণখোলা দর্পণ”কে বলেন, শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের শাহজাহান খলিফার পুত্র মাসুম খলিফার সাথে ১৭ বছর আগে তার কন্যা সোনিয়ার বিবাহ হয়। সোনিয়া মাসুম দম্পতির ৮ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। তার জামাতা মাসুম খলিফা একটি বেসরকারী সংস্থায় চট্রগ্রাম মহানগরীতে চাকুরী করেন। সে সুবাদে মাসুম স্ত্রী সন্তান নিয়ে চট্রগ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছে। গত কয়েকমাস যাবৎ মাসুম খলিফা অজ্ঞাত মহিলার সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি টের পাওয়ায় তার কন্যা সোনিয়ার সাথে মাসুমের দাম্পত্য কলহ চলছে অনেক দিন ধরে। পরকিয়ার প্রতিবাদ করায় মাসুম কয়েকদিন স্ত্রী সোনিয়াকে মারধর করেছে বলে কাশেম সেপাই বলেন। গত ৩/৪ দিন ধরে মাসুম ও সোনিয়াকে মোবাইল ফোনে না পাওয়ায় বিশেষ ব্যবস্থায় তারা জানতে পারেন সোনিয়াকে মাসুম মেরে ফেলেছে। খবর পেয়ে চট্রগ্রামে গিয়ে তারা জানতে পারেন মাসুম সেনিয়াকে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে। ২ জুলাই হাসপাতালে সোনিয়ার মরদেহ দেখতে পান বলে কাশেম সেপাই জানান। হাসপাতাল থেকে খবর পেয়ে হালিশহর থানার পুলিশ সোনিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মামলার তদন্তকারী কর্মকর্তা চট্রগ্রাম মেট্রোপলিটন হালিশহর থানার এসআই মোঃ জিয়াউল হাসান এ প্রতিবেদককে বলেন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে সোনিয়ার লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে সোনিয়ার লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে তবে হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বলেছেন হাসপাতালে আনার অনেক আগেই সোনিয়া মারা গেছে বলে তাদেরকে জানিয়েছেন বলে এসআই জিয়াউল হাসান জানান।