ষ্টাফ রিপোর্টার:
আসন্ন শারদীয় দূর্গা পূজার আয়োজন দেখতে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন এর বিভিন্ন মন্দির দুপুর ৩ হতে রাত ৮ টা পর্যন্ত পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। এসময় তার সাথে ছিলেন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই সহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
এসময় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, মন্দিরে নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ও বিদ্যুৎ সংক্রান্ত সহ বিভিন্ন বিষয়ে ইউএনও, থানার ওসি ও শরণখোলা, ফায়ার সার্ভিস সদস্যরা সকল মন্দির কমিটির সদস্যদের বিভিন্নমুখী পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনের সময় মন্দির কমিটির সদস্যবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারকে জানান, পূজা অনুষ্ঠানের পরিস্থিতি সার্বিকভাবে সন্তোষজনক এবার ভালোভাবে পূজা উদযাপন করা যাবে এবং কোন ধরনের থ্রেট বা নাশকতার আশঙ্কা নেই বলে বলে তারা জানিয়েছেন।