”ষ্টাফ রিপোর্টার”
শরণখোলায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ ।
শিক্ষকদের সমন্বয় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শরণখোলা উপজেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন,বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা শাখা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ মোস্তফা আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ,র শরণখোলা উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ মুসা সাঈফী।
শরণখোলা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক কর্মসূচী গ্রহণ করা হয়। সভাশেষে শরণখোলা উপজেলা পরিষদ থেকে সকল প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ৩৭টি প্রতিষ্ঠানের প্রধানের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয়। চারটি প্রতিষ্ঠানকে ক্রিকেট (ডিউস বল সেট) সেট , পাঁচটি প্রতিষ্ঠান কে ভলিবল সেট, চারটি প্রতিষ্ঠানকে ব্যাডমিন্টন সেট, চারটি প্রতিষ্ঠানকে কেরাম বোর্ড এবং সকল প্রতিষ্ঠানকে ফুটবল প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধননজয় মন্ডল।