আব্দুর রহমান, স্টাফ রিপোর্টার ঢাকা থেকে ফিরেঃ
বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ বামাসপ-এর সাধারণ সভায় বাবুল অধিকারীকে সভাপতি করে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
বাংলাদেশের প্রথম বেসরকারি মানবাধিকার সংগঠনের নেটওয়ার্ক “বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ”এর সাধারণ সভা ও ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচন বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার ধানমন্ডিস্থ ডাব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বামাসপ-এর সভাপতি বাবুল অধিকারী এবং সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক অ্যাডভোকেট মুহাম্মদ সামছুদ্দিন। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত সদস্য সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ১১০ টি সদস্য সংগঠনের মধ্যে ৬৩টি সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন এ্যাডঃ আবুল কাশেম (বামাসপ), কাজী সামছুল আলম (বিইউকে, বরিশাল), মাকসুদা খাতুন রত্না (গ্রাম বিকাশ কেন্দ্র), আব্দুর রহমান (আরডিসি ঝিনাইদহ, মহেশপুর), কাজী হাফিজুর রহমান (স্বাবলম্বী নড়াইল), খায়রুজ্জামান কামাল (বিএমএসএফ), এস. এম. নাজের হোসাইন (আইএসডি বাংলাদেশ, চট্টগ্রাম), শেখ মোহাম্মদ ইউসুফ লিটন (এসেড, ময়মনসিংহ), মিজানুর রহমান (এসডাপ, ঝিনাইদহ), জেসমিন প্রেমা (স্কাস, ঢাকা), ফয়সল রহমান (প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, ঝালকাঠি) প্রমুখ। সভায় বক্তারা সদস্য সংগঠনগুলোর নিজ নিজ এলাকায় মানবাধিকার সংক্রান্ত সচেতনতা কর্মসূচি চালু, সক্ষমতা বৃদ্ধি, এবং দেশীয়-বিদেশি আর্থিক সহযোগিতা আহরণের ওপর গুরুত্বারোপ করেন এবং মানবাধিকার লঙ্খনজনিত ঘটনা কেন্দ্রীয় কমিটিকে অবহিত করার আহবান জানান। দ্বিতীয় অধিবেশনে বামাসপের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক সালিম সামাদ। তিনি ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন। তারা হলেন সভাপতি বাবুল অধিকারী (জিইউএস, পঞ্চগড়) সহ-সভাপতি (৫ জন):মিজানুর রহমান (এএসডাপ, ঝিনাইদহ) মাহাবুবুল হক (ভিডা,ঢাকা) খায়রুজ্জামান কামাল ঢাকা) নির্বাহী সদস্যগণ: সমিতা বেগম মিরা (আরডাব্লিউডিও, সিলেট) মোঃ ওসমান গণি (এইচআরএলএস, ঢাকা) জসিম উদ্দিন জাহাঙ্গির (ওসা, নরসিংদী) আব্দুল হাই (আপুস, জামালপুর) জসিম উদ্দিন চাষী (এসএমইউকে, কুমিল্লা) আশেক ই এলাহি (প্রত্যাশা, সাতক্ষীরা) আবুল কাসেম (হেল্প, কক্সবাজার) কাজী সামছুল আলম (বিইউকে, বরিশাল)।
সভায় সম্প্রতি দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। পাশাপাশি চিকিৎসা কার্যক্রমে কোনো ধরনের ত্রুটি না হয় সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। দীর্ঘ এক যুগ পর বামাসপ নতুন প্রত্যয় নিয়ে কাজ চালিয়ে যাবে বলে সদস্য সংগঠনের প্রতিনিধিরা প্রত্যাশা ব্যাক্ত করেন।