নির্বাচন কমিশনে শুনানীর পরে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখছেন ব্যারিষ্টার মোঃ জাকির হোসেন।
সৈয়দ বশীর আহমেদ,ঢাকা অফিস:
বাগেরহাটের সংসদীয় আসনের সংখ্যা নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) শুনানি অনুষ্ঠিত হয়েছে। কমিশন ভোটার সমতা আনতে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব করেছিল। তবে স্থানীয় প্রতিনিধিরা চারটি আসন আগের মতোই বহাল রাখার দাবিতে নিজেদের আপত্তি উত্থাপন করেছেন।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।
শুনানীতে অংশ নিয়ে বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা বিএনপি সদস্য ব্যারিষ্টার মোঃ জাকির হোসেন, এ্যাডভোকেট মোঃ ওয়াহিদুজ্জামান দিপু, এ্যাডভোকেট মিজানুর রহমান। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালরেয়র ভিসি ডঃ মোঃ ওবায়দুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, কেন্দ্রীয় তাতী দলের সিনিয়র যুগ্নআহবায়ক ডঃ কাজী মনিরুজ্জামান,বাগেরহাট জেলা বিএনপি সদস্য কাজী খায়রুজ্জামান শিপণ প্রমূখ।
শুনানীতে যুক্তি তুলে ধরে বলা হয়, স্বাধীনতার পর থেকে বাগেরহাটে চারটি আসন থাকলেও হঠাৎ একটি কমানো জনস্বার্থের পরিপন্থি এবং আইন-বিরোধী।
শুনানিতে অংশ নেওয়া আইনজীবী ও স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, কমিশন কোনো গণশুনানি ছাড়াই একপক্ষীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি ও এনসিপি নেতারা এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক উল্লেখ করে আইনি পথে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
শুনানি ২৪ আগস্ট থেকে শুরু হয়ে চলতি মাসের ২৭ আগস্ট পর্যন্ত চলবে। এই সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও অন্যান্য অঞ্চলের দাবি-আপত্তি নিষ্পত্তি করা হবে। নির্বাচনের জন্য ৩০০ আসনের মধ্যে ৩৯টি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এসেছে, যার মধ্যে বাগেরহাটের চারটি আসন অন্যতম।