অমল তালুকদার, পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরগুনার গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হাসিনা পারভিন(৩৫) মারা গেছেন। মৃত হাসিনা পারভীনের স্বামীর নাম নজরুল ইসলাম। বরগুনার চান্দখালী এলাকায় তাদের বাড়ি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসিনা পারভীন ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টা ২৩ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওই মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক শিক্ষক আনোয়ার হোসেন মুঠোফোনে জানান, চাকরির সুবাদে স্বামী নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে বরগুনার চর কলোনিতে বসবাস করতেন হাসিনা পারভীন।
এর আগে সোমবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাথরঘাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাইফুল মোল্লা( ৩০) নামক এক যুবক।