আজাদুল হক, বাগেরহাট প্রতিনিধি:
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারকালে বাংলাদেশ নৌবাহিনীর মোংলা মোংলা ঘাটির নৌ সদস্যরা বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে একটি ফিশিং ট্রলারসহ ১৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে। ট্রলারসহ আটককৃত জেলেদের রবিবার (৩ আগস্ট) দুপুরে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে। মোংলা থানায় সোপর্দ করা ভারতীয় জেলেরা হলেন, বিশ্ননাথ দাশ(৪২), অনিবাশ দাস(২৯), গোবিন্দ দাশ(৪৫), মোহন দাশ(৩৯), আসন্ত দাস(৪৫), মানিক জানা( ২৯), নকুল দাশ(৪৯), রাম দুলাল দাশ(৫২), শংকর দাশ (৩৭),স্বদেশ দাস(৫১), রাজীব দাস(৩৫) লিটন দাশ(৪৫) অভিরাম দাস(২৬) ও বাদল রাজপুত্র (৫২)সহ মোট ১৪ জন। এদের সকলের বাড়ী ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।
এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মোঃ সালাউদ্দিন জানান, বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ “বানৌজা বিশখালীতে” কর্তব্যরত নৌবাহিনীর সদস্যরা শনিবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ শিকারকালে ভারতীয় ফিশিং ট্রলার “এফবি পারমিতা” নামীয় একটি ভারতীয় ট্রলারকে চ্যালেঞ্জ করে ধরে ফেলে। রাতেই নৌবাহিনীর সদস্যরা ওই ট্রলারসহ ভারতীয় জেলেদের মোংলাস্থ নৌঘাটিতে নিয়ে আসে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে রবিবার দুপুরের দিকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে এদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর সোমবার সকালে এসকল জেলেদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।