চুল পড়া আজকাল অনেকের জন্যই বড় দুশ্চিন্তার কারণ। স্বাভাবিক নিয়মে কিছু চুল ঝরলেও অস্বাভাবিক মাত্রায় চুল পড়া সত্যিই বিরক্তিকর। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সমস্যায় রাসায়নিক পণ্যের চেয়ে প্রাকৃতিক উপাদান বেশি কার্যকর হতে পারে। এর মধ্যে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রিন কফি।
এতে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা মাথার ত্বকের ক্ষতিকর টক্সিন দূর করতে এবং চুলের ফলিকলকে পুষ্টি জোগাতে সহায়তা করে।
গ্রিন কফি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে নতুন চুল গজাতে সাহায্য করে।
এতে থাকা অ্যামাইনো অ্যাসিড চুলকে মজবুত ও জটমুক্ত রাখতে ভূমিকা রাখে।
১. গ্রিন কফি পানি দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে সেই পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সেদিন শ্যাম্পুর প্রয়োজন নেই।
২. গ্রিন কফির গুঁড়া ও অ্যালোভেরা জেল মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করুন। আধঘণ্টা মাথায় রেখে ধুয়ে ফেলুন।
৩. শ্যাম্পুর আগে অলিভ অয়েলের সঙ্গে গ্রিন কফির গুঁড়া মিশিয়ে মাথায় লাগিয়ে হালকা হাতে মাসাজ করতে পারেন।
প্রথমবার ব্যবহার করার আগে অ্যালার্জি টেস্ট করে নিন।
যাদের মাথার ত্বকে ইনফেকশন বা ঘা আছে, তারা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না।