ষ্টাফ রিপোর্টার:
পূর্ব সুন্দরবনের জেলে পল্লী দুবলা-ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাঁকড়া ধরা চারু বোঝাই একটা নৌকা জব্দ করেছে। এবার নৌকা আরোহীরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার দাসের নেতৃত্বে দুবলা ও শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথভাবে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দুবলা অঞ্চলের আমবাড়িয়া খাল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু সহ-১টি নৌকা ও নৌকায় থাকা আনুমানিক আড়াই কেজি কাকড়া জব্দ করেন। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা অজ্ঞাতনামা জেলেরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায় বলে বনরক্ষীরা জানিয়েছেন।
জব্দকৃত নৌকা ও চারু শেলারচর টহল ফাঁড়ির অফিস হেফাজতে নেওয়া হয়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জব্দ করা নিষিদ্ধ চারু আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জীবিত কাকড়া গুলো সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে দুবলা ফরেস্ট টহল বাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাস জানিয়েছেন।