।।ষ্টাফ রিপোর্টার।।
পূর্ব সুন্দরবনের দুবলারচর সংলগ্ন সাগরে অবৈধভাবে মাছ ধরায় বনরক্ষীরা ১৮ জেলেসহ তিনটি ট্রলার আটক করেছে। জব্দ করা হয়েছে জাল ও আনুসাঙ্গিক মালামাল।
বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল কালে দুবলার ভাঙ্গার খাল ও মাঝেরচর সংলগ্ন সাগর এলাকায় অবৈধভাবে মাছ ধরায় ১৮ জেলেসহ তিনটি ট্রলার আটক করে। আটক জেলেরা মাছ ধরার বনবিভাগের পাস পারমিট না নিয়ে অবৈধভাবে সাগরে মাছ ধরছিলো। এ সময় ট্রলারে থাকা জেলেদের ৭৮০ ফুট পোকাজালসহ মাছ ধরার আনুসাঙ্গিক মালামাল জব্দ করেন বনরক্ষীরা ।
পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, দুবলারচর সংলগ্ন সাগরে বনবিভাগের পাস ছাড়া মাছ ধরার অপরাধে আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট টহল ফাঁড়িকে নির্দেশনা দেওয়া হয়েছে।