মাহফুজুর রহমান বাপ্পি:
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির ছোটো হরমাল খালে বিষ দিয়ে মাছ ধরার সময় বৃহস্পতিবার দুপুরে ৫ জেলেকে আটক করেছে স্মার্ট টিমের বনরক্ষীরা। জব্দ করা হয়েছে দুই বোতল কীটনাশকসহ ২০ কেজি চিংড়ি মাছ ও দুইটি নৌকা।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপাই রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা নিয়মিত টহলের সময় চরাপুটিয়া টহল ফাঁড়ির ছোটো হরমাল খালে দুটি জেলে নৌকার জেলেদের মাছ ধরতে দেখেন। বনরক্ষীরা এগিয়ে গিয়ে নৌকা তল্লাশি করে দুই বোতল কীটনাশক “রিপকর্ড’ ও বিষ দিয়ে ধরা আনুমানিক ২০ কেজি চিংড়ি মাছসহ ৫ জেলেকে আটক করেন বনরক্ষীরা।
আটককৃত জেলেরা হলেন,আসাদুল শেখ (৩৮),কবির শেখ (৪৮),জিহাদ সরদার (২৮),বাদশা (২৮) ও ইয়াসিন শেখ (২২)।এদের সবার বাড়ি রামপাল উপজেলার ভাগা গ্রামে বলে বনরক্ষীরা জানান।
আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে তাদেরকে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।