।।ষ্টাফ রিপোর্টার।।
পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া বনাঞ্চলের মধ্যে অবৈধভাবে মাচা বানিয়ে চিংড়ি শুঁটকি করে নিয়ে যাওয়ার সময় ১৮ বস্তা শুঁটকিসহ দুইটি নৌকা আটক করেছেন বনরক্ষীরা।
আজ শনিবার (১২ জুলাই) দুপুর দুইটার দিকে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের স্মার্ট টহল টিম-১ এবং হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রের বনরক্ষীরা যৌথ টহল পরিচালনা করে সুন্দরবনের বড় ডাবুর খালের মুখে দুইটি নৌকা আটক করে। বনরক্ষীরা নৌকা দুইটি তল্লাশী করে ১৮ বস্তা শুটকি মাছ জব্দ করেন। পরে শুটকি মাছ গুলোকে হাড়বাড়িয়া ফরেষ্ট টহল ফাঁড়িতে নিয়ে যায়্ ।বনরক্ষীদের দেখতে পেয়ে নৌকায় থাকা লোকেরা বনের মধ্যে পালিয়ে যায়।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, শুঁটকি মাছ জব্দের ঘটনায় বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে । এছাড়া বনরক্ষীদের সুন্দরবনের মধ্যে শুঁটকির মাচা খুঁজে বের করার জন্য তল্রাশী অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।