“স্টাফ রিপোর্টার ”
পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য বলরক্ষীরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছ ধরা জাল ও তেরোটি নৌকা জব্দ করেছে। সোমবার ভোররাতে এ অভিযান চালানো হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও),র বিশেষ নির্দেশে শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা রবিবার (২০ জুলাই) রাত থেকে সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের বনাঞ্চলে অভিযান চালান। অভিযানের এক পর্যায়ে ভোর রাতের দিকে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের অফিস খালের ০১ নং সাইড খালের জঙ্গল থেকে ১৩ টি নৌকা ও ২৮ টি চর জাল আটক করে। এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা। পরে জব্দ করা নৌকা ও জাল কচিখালী অভয়ারণ্য কেন্দ্রে বুঝিয়ে দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আটককৃত জাল ও নৌকার মালিক শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের লিটন মাতুব্বর। সূত্রটি জানায়, লিটন মাতুব্বর দীর্ঘদিন ধরে বনবিভাগকে ম্যানেজ করে কচিখালী অভয়ারণ্যের নদী ও খালে মাছ ধরে আসছে। তার দাপটে সাধারণ জেলেরা ওই এলাকার নদী ও খালে মাছ ধরতে পারে না।
শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে কচিখালি অভয়ারণ্যে অভিযান চালিয়ে নৌকা ও জাল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ব্যাপক তদন্ত হওয়া প্রয়োজন বলে বনের সাথে সংশ্লিষ্টরা মনে করেন।