অমল তালুকদার , পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা পৌর পানি সরবরাহ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। ক্ষোভে ফুঁসে উঠেছে পাথরঘাটা পৌরবাসী ।
দীর্ঘদিনের এই অচলাবস্থার অবসান ঘটিয়ে পুনরায় নিয়মিত পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে অতিষ্ঠ পৌরবাসী। “রাস্তা, পানি, বিদ্যুৎ চাই—না হলে ট্যাক্স ফেরত চাই”—এই স্লোগানে মুখর হয়ে ওঠে ভবনের সামনে অবস্থানরত পৌরবাসীর মানববন্ধন ও সমাবেশ।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল তার বক্তব্যে বলেন, “আমরা পৌরবাসী প্রতিনিয়ত নানা সমস্যায় জর্জরিত। পানি, বিদ্যুৎ, রাস্তা—সবক্ষেত্রেই সমস্যা লেগেই আছে। এই দুর্ভোগ আর সহ্য করা যাচ্ছে না। পৌর প্রশাসনের কাছ থেকে আমরা দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছি।”
সাংবাদিক ইমাম হোসেন নাহিদ বলেন, “আমরা নিয়মিত পৌর ট্যাক্স পরিশোধ করে আসছি, তার পরেও কেন পানির জন্য আমাদের এত দুর্ভোগ পোহাতে হবে? পৌর প্রশাসনের নিরবতা আমাদের হতাশ করেছে। বহুবার জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এখন আমাদের একটাই দাবি—নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, না হলে আমাদের ট্যাক্স ফেরত দিতে হবে।”
এ বিষয়ে জানতে চাইলে পৌর প্রশাসক মিজানুর রহমান জানান, “আমি বিষয়টি সম্পর্কে জেনেছি। আমাদের জনবল কম থাকায় সমস্যা নিরসনে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আগামী এক মাসের মধ্যে পৌরবাসীর সকল সমস্যা সমাধানের চেষ্টা থাকবে।”
বিক্ষোভে অংশগ্রহণকারীরা পৌর প্রশাসনের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে তাদের দাবি আদায়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার পানি সরবরাহ লাইন বহুদিন ধরে অচল থাকলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি, ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
এদিকে শহরের ১ নং ওয়ার্ডের বাসিন্দা গৃহীনি সুমি ইসলাম, বন্যা রানী এবং রোজিনা ইসলাম বলেন, আমরা নিয়মিত পানির বিল দিয়েই যাচ্ছি। কিন্তু পানি পাচ্ছি না। এমন দূর্ভোগ চলতে থাকলে আমরাও এইসকল দাবী নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব।