পাখি খুব সংবেদনশীল প্রাণী। খাঁচায় রাখলে তাদের বিশেষ যত্নের প্রয়োজন হয়। শুধু খাবার দিলেই হয় না, তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা জরুরি। যদি পাখি পোষার ইচ্ছা থাকে, তবে আগে থেকেই জেনে নিন কীভাবে তাদের সুস্থ ও আনন্দে রাখা যায়।
পাখির আকার ও বয়স অনুযায়ী খাঁচা বেছে নিন।
খাঁচা রাখবেন আলো-বাতাস চলাচল করে এমন স্থানে, তবে সরাসরি রোদ, বৃষ্টি বা তীব্র বাতাসে নয়।
খাঁচা অন্তত সপ্তাহে একবার পরিষ্কার করতে হবে। খাবার ও জলের পাত্রও নিয়মিত ধোয়া উচিত।
গরমকালে পাখির গোসলের জন্য আলাদা পানি দিন এবং তা নিয়মিত বদলান।
মিশ্র বীজ, ভুট্টা, ছোলা, অল্প পরিমাণ ভাত দেওয়া যেতে পারে।
টিয়া জাতীয় পাখিকে পাকা পেয়ারা, পেঁপে, আপেল, গাজর, কুমড়ো, পালং শাকসহ নানা ফল-সবজি খাওয়ানো যায়।
মাঝেমধ্যে ডাবের পানি খাওয়াতে পারেন।
তবে কিছু খাবার একেবারেই নিষিদ্ধ: চকোলেট, চা, কফি, সোডা, পেঁয়াজ, রসুন, কাঁচা মাশরুম, মধু ও দুধ জাতীয় খাবার। এগুলো পাখির জন্য বিষাক্ত এবং গুরুতর অসুস্থতা ডেকে আনতে পারে।
খাঁচার ভেতর ছোট দোলনা বা মই রাখুন যাতে তারা শরীরচর্চা করতে পারে।
হালকা গান, প্রকৃতির শব্দ বা টিভিতে পাখির অনুষ্ঠান চালিয়ে দিলে পাখির মন ভাল থাকে।
রঙিন পরিবেশ পাখিদের আনন্দ দেয়। খাঁচার আশেপাশে গাছপালা বা ফুল থাকলে ভালো, না হলে রঙিন ওয়ালপেপারও ব্যবহার করতে পারেন।