“স্টাফ রিপোর্টার ”
পূর্ব সুন্দরবনের দুবলারচরে আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে বনরক্ষীরা বিপুল পরিমাণ কাঁকড়া ধরার চারু জব্দ করেছে। জব্দকৃত চারু আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা বুধবার (৬ আগস্ট) দুপুরে দুবলার আলোরকোলের মেহের আলী সাইট খাল বনাঞ্চলে অভিযান চালিয়ে আগে থেকে মজুদ করে রাখা নিষিদ্ধ কাঁকড়া ধরার ১৭৬টি চারু জব্দ করেছে।
পরে জব্দকৃত চারু দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব দুবলার চরে চারু উদ্ধার ও ধ্বংসের বিষয়টি ‘শরণখোলা দর্পণ”কে নিশ্চিত করেছেন।#