
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের একটিতেও জয়ী হতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম- মায়েদ পরিষদ। দেশের অন্যতম প্রভাবশালী ছাত্রসংগঠন হিসেবে ডাকসুর ইতিহাসে ছাত্রদলের যে ঐতিহাসিক অবস্থান তা এমন ফলাফলে ইমেজ সংকটে পড়তে পারে বলছেন বিশ্লেষকরা। এমনকি বাম জোট থেকেও জিতেছেন একজন।
বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত ফলাফলে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট। নবনির্বাচিত ভিপি আবু সাদেক কায়েম থেকে প্রায় ৮ হাজার ৩শ ৩৪ ভোট কম। জিএস পদেও ঘটেছে একই ঘটনা। ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট। যা নবনির্বাচিত জিএস ৫০৮৬ ভোট কম। এজিএস পদেও নির্বাচিত প্রার্থী মহিউদ্দিন খান থেকে ছাত্রদল প্রার্থী তানভীর আল হাদী মায়েদ প্রায় ৬৭০৮ টি কম পেয়েছেন।
শীর্ষ পদগুলো ছাড়াও সম্পাদকীয় ১২ টি পদ ও সদস্য পদের একটিতেও্ জয় পায়নি ছাত্রদল। ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্রসংগঠন গুলোর প্রচার-প্রচারণা, ছাত্র সংযোগ ও ক্যাম্পাসে সক্রিয়ভাবে নিজেদের ব্যাপক উপস্থিতি ছিল। এ জায়গা থেকে ছাত্রদলের প্রচারণাও কম ছিল না। তারপরও কেন এমন ভরাডুবি তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা ও নিন্দার মুখে পড়েছে অন্যতম বড় এ ছাত্রসংগঠন।