খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সংগঠন আয়োজিত একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকায় চলমান প্রকৌশল অধিকার আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা ব্যানারে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, তাদের লক্ষ্য হলো শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের অধিকার আদায় করা এবং নিরাপদ শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা। তারা বলেন, “শান্তিপূর্ণ আন্দোলন দমন করা কখনও গ্রহণযোগ্য নয়। আমাদের লেখাপড়ার নিরাপত্তা, অধিকার ও শান্তিপূর্ণভাবে দাবি জানানোর সুযোগ নিশ্চিত করতে হবে। আমরা একসাথে দাঁড়িয়ে আমাদের আইনসঙ্গত দাবি বাস্তবায়ন করব।”
এই মানববন্ধন আয়োজিত হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থীদের উদ্যোগে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ব্যানার ও প্লাকার্ড হাতে অংশগ্রহণ করেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধনটি শান্তিপূর্ণ ও সংহতিপূর্ণভাবে পরিচালিত হয়েছে।
ছাত্র নেতারা আরও বলেন, “আমাদের দাবি সুস্পষ্ট—শিক্ষার্থীদের অধিকারকে মান্য করা হোক, আমাদের লেখাপড়ার নিরাপত্তা নিশ্চিত করা হোক, এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সুযোগ হোক। সরকারের দ্রুত পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা সম্ভব।”
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, “আজকের এই আন্দোলন আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি দেশের সকল প্রকৌশল শিক্ষার্থীর জন্য এক উদাহরণ হয়ে থাকবে।”