বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় মৃত ৬জন সরকারি কর্মচারীর পরিবারকে ৪০ লাখ টাকার চেক হস্তান্তর মোল্লাহাটে মহাসড়কে যুবককে গুলি শরণখোলায় বিপুল উৎসাহ ও আনন্দমূখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে সুখবর ২২ মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে খুলনায় কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন  গণভোট’ই সমস্যার সমাধান হতে পারে:-শেখ মোস্তাফিজুর রহমান খুলনায় ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা পূর্ব সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে নিহত জেলের লাশ উদ্ধার মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণ  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরফ্যাশনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নাজিম উদ্দিন আলম

খুলনায় উচ্ছেদ অভিযানে বাধা প্রদান ও সংঘর্ষের ঘটনায় দুই মামলায় আসামি ১০০০

খুলনা অফিস / ৪৯ বার পড়া হয়েছে
সময়ঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ন

সৈকত মোঃ সোহাগ খুলনা অফিস:
খুলনা মহানগরীর মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানের সময় বাধাঁ প্রদান এবং পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ একটি ও পুলিশের পক্ষ থেকে অপর মামলাটি করা হয়। দুই মামলায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০০ জনকে আসামি করা হয়েছে। মামলা দুটিতে রাষ্ট্রীয় কাজে বাধা, রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা, পুলিশকে  আহত করা ইত্যাদি বিষয়ে অভিযোগ আনা হয়েছে।
একটি মামলা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ খুলনার উপ বিভাগীয় প্রকৌশলী মাকসুদুল হক বাদী হয়ে দায়ের করেছেন। ওই মামলায় ৩২ জনের নাম উল্লেখসহ ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
অপর মামলাটি খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কোটাল আজাদ বাদী হয়ে দায়ের করেন। এ মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে করা হয়েছে। দুই মামলায় আসামি মোট ১০০০ ।
আজ সোমবার খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দুটি রোববার রাতে দায়ের করা হয়েছে।
তিনি জানান, খুলনা গৃহায়ণ কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী (এসডি) আল মুজাহিদী মো. মাহসুদুল হক মামলার এজাহারে উল্লেখ করেছেন, বাস্তহারা কলোনির অবৈধ দখলদার উচ্ছেদের অভিযানে যাওয়ার পর সংঘবদ্ধভাবে দখলদাররা গুন্ডা বাহিনী নিয়ে সরকারি কাজে বাধা প্রদান. বুলডোজার ভাঙচুর, পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ১৪ জন আহত হয়। উক্ত ঘটনায় খুলনা গৃহায়ণ কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী (এসডি) আল মুজাহিদী মো. মাহসুদুল হক রোববার রাতে খালিশপুর থানায় ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০০-৫০০জনকে আসামি করে মামলা করেন।
তিনি আরো জানান, উচ্ছেদ অভিযানকালে অবৈধ দখলদাররা সংঘবদ্ধভাবে লাটিসোটা ও ইট-পাটকেল নিয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়। উক্ত ঘটনায় খালিশপুর থানার সহকারী পরিদর্শক (এসআই) কোটাল আজাদ পৃথক আরেকটি মামলা দায়ের করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় খুলনার নগরীর মুজগুন্নি ৯ নং ওয়ার্ডের বয়রা হাউজিং এস্টেট, সি ব্লকের বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনিতে অবৈধ উচ্ছেদ অভিযানের ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার সকালে পুলিশ-কলোনিবাসীর মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়। ওই সংর্ঘষের ঘটনায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধরা সেখানে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে এবং পাল্টা জবাবে স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডোজার গাড়ি ভাংচুর করা হয়। পুলিশ কলোনিবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।
জানতে চাইলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী দেবাইনচন্দ্র সরকার বলেন, বয়রা বাস্তুহারার সি ব্লকে দুই একর জায়গায় প্রায় ১৭০ পরিবার বসবাস করে। তবে ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ ওই জায়গার মধ্যে ৪২টি প্লট লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করেন। ৩৫ বছর পার হলেও এখনো জায়গা বুঝে পাননি সেখানকার ৪২ প্লট মালিক। সেই প্লট উদ্ধার করতে গেলে তারা সংঘবদ্ধভাবে হামলা করে। হামলায়  গৃহায়ণ কর্তৃপক্ষের ৬-৭ জন আহত হয়েছে। এরমধ্যে সুজন শেখ ও আব্দুল্লাহ এই দুইজনের অবস্থা গুরুতর। সে কারণে সার্বিক বিষয় উল্লেখ করে উপ বিভাগীয় প্রকৌশলী মাকসুদুল হক বাদী হয়ে মামলা করেছেন।
তিনি বলেন আমরা আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রেখে আইনগত প্রক্রিয়ায় গিয়েছি।
এদিকে ফের উচ্ছেদের আশংকায় আজ সোমবার সকাল থেকেই বাস্তুহারা এলাকার মোড়ে মোড়ে দলবদ্ধভাবে অবস্থান করে এলাকাবাসী। এলাকাবাসীকে সংঘবদ্ধ রাখতে হ্যান্ড মাইকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
 সৈকত মোঃ সোহাগ খুলনা
০১৭১০৭৭৫২৪৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর
Theme Created By AR.Host