কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে আশ্রয়ন২ প্রকল্পের আওতায় উপজেলার ৬০৫টি উপকারভোগী পরিবারকে দশ দিনব্যাপী পেশা ভিত্তিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন, পিরোজপুর জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভূঁইয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।