বিশেষ প্রতিনিধি.পিরোজপুর
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
সভায় পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু,উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, বদরুদ্দোজা মিঞা, গিয়াস উদ্দিন অলি, সায়েম তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদারসহ যুবদল,ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান সরকারের কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়।