কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে রবিবার (৩১ আগস্ট) সকাল দশটায় অবসর ভবনের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কাউখালী উপজেলা শাখার সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুল ইসলাম খান ও অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের অকাল মৃত্যুতে এক শোক সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেনের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মুজাহিদ ইসলাম সেলিম, সুশীল চন্দ্র হাওলাদার, কাউখালী এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ কান্ত নাথ, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।পরে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।