Oplus_16908288
সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস:
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কয়রার সদস্যরা গত মঙ্গলবার রাত ১১টায় কয়রা থানাধীন পাতাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত একটি বস্তা থেকে ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে অভিযানের আগে শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত হরিণের মাংস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের বজবজা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি আরও জানান, বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।