চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (৩ জুলাই) তিনি গণমাধ্যমকে জানান, ফলাফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সম্ভাব্য তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে।
তিনি বলেন, “মাদ্রাসা বোর্ডের শেষ পরীক্ষা হয়েছে ১৫ মে। সেই অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। এবারও সে অনুযায়ী কাজ চলছে।”
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৮ লাখ শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে অংশ নেয় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী।
দেশব্যাপী মোট কেন্দ্রের সংখ্যা ছিল প্রায় ৩ হাজার, এবং শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ২৮ হাজারের বেশি। বর্তমানে ফলাফলের যাচাই-বাছাই ও ডাটা এন্ট্রি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।