ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে ৫ দিনের ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন শিশু ও একজন প্রাপ্ত বয়স্ক। বুধবার দুপুরে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের জিহাদ শেখ (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। জিহাদ শেখ ওই গ্রামের সোহাগ শিকদারের ছেলে।
এর আগে শনিবার রাতে উপজেলার বালিপাড়া বাজারে হোটেল ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৫০) হোটেলের ফ্রিজের বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মত্যুবরণ করেন। নিহত বারেক শেখ উপজেলার মধ্য বালিপাড়া গ্রামের হাকিম শেখের পুত্র।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন উভয় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে তাই থানায় একটি ইউডি মামলা করা হবে। আগের ঘটনায়ও থানায় ইউডি মামলা করা হয়েছে।