
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আমন্ত্রণে এ দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা।
ওই বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১২ আগস্ট) দুই দেশের সরকার প্রধান পর্যায়ে হবে দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে গুরুত্ব পাবে মালয়েশিয়া শ্রমবাজারে বাংলাদেশিদের সমস্যাগুলো দূর করা এবং আরও শ্রমিক নেওয়ার মতো বিষয়গুলো। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ–রাজনীতি নিয়েও হবে আলোচনা। পরে ৫টি সমঝোতা স্মারক সই ও ৩টি নোট বিনিময় হতে পারে।
এছাড়া ব্যবসায়িক সেমিনার, বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানেও যোগ দেবেন ড. ইউনূস। বুধবার (১৩ আগস্ট) দেশটির ইউনিভার্সিটি কেবাংসান বিশেষ সমাবর্তনে যোগ দেবেন। সেখানে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রথম সরকারপ্রধান হিসেবে বাংলাদেশ সফর করেন।
Good News
Good News