ষ্টাফ রিপোর্টার:
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আয়োজনে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এ সংলাপ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ প্রধান অতিথি এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলা সেক্রেটারি মাওলানা মুসা সাইফি সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা ওয়ায়দুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) চিন্ময় মণ্ডল ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাস।
বক্তারা ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত শরণখোলা গড়তে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ধর্মীয় নেতা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জবেদ ও ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।