মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে মাহফুজ শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দী এলাকার নিজস্ব মৎস্যঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহফুজ শেখ ওই এলাকার আলি মিয়া শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ ঘেরে কাজ করতে যান মাহফুজ। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনরা ঘেরে গিয়ে তার মরদেহ দেখতে পান। পরে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবার ও নিকটজনদের অভিযোগ, কয়েক দিন আগে পাশ্ববর্তী ঘের মালিকের ছেলেদের সঙ্গে মাহফুজের বিরোধ হয়েছিল। এ ঘটনায় তাকে মারধরও করা হয়। এরপর থেকে তাদের ঘেরে যাতায়াত বন্ধ হয়ে যায়। ওই ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে মাহফুজকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। তারা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও চামড়া ছোলা দাগ রয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভিকটিমের পরিবার ও স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুল হক জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।”