শামীম ওসমান, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রী কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি মোহাম্মদ তবিবুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদ;হ-৩ আসনের জামায়াতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রফিউদ্দিন,মহেশপুর থানা আমির ফারুক আহম্মেদ,শিবিরের সাবেক থানা সভাপতি মারুফ হোসেন,শিবিরের জেলা সেক্রেটারি ওবাদুল হোসেন,মহেশপুর ছাত্রশিবিরের থানা সভাপতি হাবিবুর ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষা অর্জনের মধ্যে দিয়ে আগার্মী দিনের দেশ গড়ার কারিগর তৈরি করতে হবে। সবাইকে সত্যের পথে থেকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষকদের সঠিকভাবে ক্লাসে পাঠ দান ও ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাস করার আহবান করেন।