উত্তরা বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত
ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ২১ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন সারা দেশের মানুষ। এই মর্মান্তিক দুর্ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বরাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ সিদ্ধান্তের কথা জানান। মধ্যরাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে এবং একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সোমবার দিবাগত রাত পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় রাজধানীর শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়। নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, আনোয়ার গার্লস কলেজসহ অন্তত ১০টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। একই সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠন আন্দোলনের হুঁশিয়ারিও দেয়।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সরকার অবশেষে ২২ জুলাই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। পরবর্তী পরীক্ষার তারিখ এবং সূচি সম্পর্কে যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।