
এস এম তাজউদ্দিন, বাগেরহাট থেকে:
বাগেরহাটে চুরি মামলায় রিমান্ডে থাকা আসামী মোজাফফর নামে এক আসামির মৃত্যু হয়েছে। বাগেরহাট মডেল থানায় অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকাল ৮টায় জেলা ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে তার মৃত্যু হয়। মৃত মোজাফফর (২৬) বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।
পুলিশ জানায়, গত১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি সন্দেহ মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। পরে ওইদিনই তাকে চুরির মামলায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে পুলিশের আবেদনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আসামীদের ১ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার সকালে অসুস্থ্ হয়ে পড়লে অন্য আসামীরা পুলিশকে জানায়। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মোজাফফরকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাগেরহাট হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান বলেন, সকালে দায়িত্বরত চিকিৎসক পুলিশের নিয়ে আসা রোগীকে চিকিৎসা সেবা দেন। ইসিজি করে দেখা যায় তার গুরুত্বর হার্টএ্যাটাক হয়েছে। এ কারণে তাকে খুলনায় স্থানান্তর করতে বলা হয়েছিল। কিন্তু এর মধ্যেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, রিমান্ডের আসামী মোজাফফরের নামে চারটি মামলা রয়েছে। সকালে অসুস্থ হয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।