ষ্টাফ রিপোর্টার;
পূর্ব সুন্দরবনের জেলে পল্লী দুবলা টহল ফাঁড়ির বনরক্ষীরা দুবলার মেহের আলী খালে অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি ট্রলার ও জাল জব্দ করা হয়। আটক জেলেদের বুধবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে মেহেরআলী খালে অভিযান চালায়। এ সময় ওই জেলেরা মাছ শিকার করছিল। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।আটক জেলেরা হচ্ছে, দেলোয়ার হোসেন (৫৩),হেমায়েত মোল্লা (৩৮), ও হাবিব সিকদার (৪০)। এদের সবার বাড়ি পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কালাইয়া গ্রামে বলে বনরক্ষীরা জানান।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পরে বুধবার দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।