পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে ইমরান খান (২২) নামক এক যুবক আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছহেরাবাদ-টাকারখাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান ওই গ্রামের আলমগীর খান ও লাভলী বেগমের ছেলে। তিনি ঢাকায় একটি জুতার কারখানায় চাকরি করতেন। প্রায় ৩ সপ্তাহ আগে ইমরান গ্রামের বাড়িতে আসেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বসতঘরের পাশে রান্নাঘরের আড়ায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ইমরান আত্মহত্যার চেষ্টা করেন। পরে দরজা বন্ধ দেখে মা লাভলী বেগম দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সংবাদ শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।