
অমল তালুকদার,পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি:
মহামারী ডেঙ্গু প্রতিরোধে এনজিও আশা’র উদ্যোগে বরগুনার পাথরঘাটায় রেলী, সচেতনতা বৃদ্ধিমুলক আলোচনাসভা ও ৬,শ পরিবারের মাঝে এডিস মশা প্রতিরোধক কীট ,মশারী, মশার কয়েল ইত্যাদি বিতরণ করা, হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এডিস মশা প্রতিরোধক কীট, মশারী এডিশ এন্টি ক্রীম, মশার কয়েল বিতরণ করেন আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শফিকুর রহমান। উপস্থিত ছিলেন আর এম মোঃ মজিবুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার বাবু জীবন কৃষ্ণ, এসিস্ট্যান্ট ম্যানেজার লোকমান হোসেন, এবং পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমল তালুকদার। সচেতনতা সৃষ্টিমুলক আলোচনায় আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শফিকুর রহমান বলেন, আপনার বাসায় কোথাও যেন পানি জমে থাকতে না পারে। বাসাবাড়ির আশেপাশের পরিত্যক্ত বাসন , ফুলের টপ,এবং যে কোন ধরনের পাত্র এবং খুঁড়ে রাখা জমিতে পানি জমে থাকলে এডিশ মশার বংশ বিস্তার করে ডেঙ্গুর মহামারী আকার ধারণ করতে পারে। আশা সৃষ্টিলগ্ন থেকেই দরিদ্র খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে আসছে। আমরা চাই আপনি সচেতন হোন এবং আপনার প্রতিবেশীকে আপনি সচেতন করে তুলুন।
সভা শেষে দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত ৬০০ পরিবারের মাঝে এডিশ প্রতিরোধক এডিশ এন্টি ক্রিম, মশার কয়েল ও মশারি বিতরণ করা হয়।