রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমির শফিকুর রহমানের হার্ট সার্জারি শনিবার। বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার তার হার্টে তিনটি বড় ধরনের ব্লক ধরা পড়ে।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জামায়াতের ফেসবুক পেজে দেওয়া পোস্টে শফিকুর রহমানের দ্রুত সুস্থতা ও সফল বাই-পাস সার্জারির জন্য দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন।
একই সঙ্গে তিনি নফল ইবাদতের মাধ্যমে যে যার অবস্থান থেকে জামায়াত নেতার জন্য একান্তভাবে দোয়ার আহ্বান জানান।
গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান শফিকুর রহমান। সেদিনই তার এক দফা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।