খুলনায় ১২ মামলার আসামী গলাকাটা রনিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ। এসময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বুধবার বিশেষ অভিযান চালিয়ে গলাকাটা রনিকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম বুধবার বিকাল পৌনে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর গোবরচাকা মেইন রোডস্থ (খালাশি বাড়ীর মোড়) রফিকের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন, গুলিসহ আশরাফুল করিম ওরফে রনি ওরফে গালকাটা রনিকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আশরাফুল বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলা গ্রামের মৃত কামরুল ও ফরিদা বেগমের পুত্র।
নগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম জানান, গ্রেফতারকৃত আশরাফুল করিম ওরফে রনি ওরফে গালকাটা রনি বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি শিকার করেছেন দীর্ঘদিন যাবত খুলনা মহানগরসহ খুলনা জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।
তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।