“খুলনা অফিস ”
খুলনায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শহীদ শেখ মোঃ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান ও মাতা নুরনাহার বেগম । খুলনা জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ খুলনার বাস্তবায়নে জুলাই-আগস্ট আন্দোলনের প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়, শহীদ স্মৃতিস্তম্ভ এর ভিত্তিপ্রস্তর স্থাপন আজ সোমবার (১৪ জুলাই) বিকালে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খুলনা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, ডিআইজি খুলনা রেঞ্জ মোঃ রেজাউল হক পিপিএম, খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান,নর্দার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর প্রো-ভিসি প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ার্দার, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোঃ সালেহ, খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত-১ কামরুল হাসান, জাতীয় নাগরিক কমিটি খুলনার সংগঠক আহমেদ হামিম রাহাত, জাতীয় নাগরিক কমিটি, খুলনা মহানগর শাখার আহবায়ক আল শাহরিয়ার, মাওলানা এ এফ এম নাজমুস সউদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, জেলা প্রশাসন, খুলনার কর্মকর্তাবৃন্দ, গণপূর্ত বিভাগ-১ খুলনা এর কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজ ও সাংবাদিকবৃন্দ। #