সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস:
খুলনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় ওই ব্যক্তির মরদেহ নগরীর লবণচরা থানাধীন কেসিসি’র রাখা মাটির ঢাল থেকে উদ্ধার করা হয়। তবে তার শরীরের একাধিক স্থানে আঘাতে চিহ্ন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পিবিআ্ই এবং সিআইডির বিশেষজ্ঞটিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিকেল সাড়ে ৪ টার দিকে শামুক কুড়ানো কয়েকজন স্থানীয় জনতা থানা থেকে রূপসা ব্রীজের দিকে যেতে ৪’শ গজ দুরে সিটি করপোরেশনের রাখা মাটির ঢালে এক ব্যাক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। আশপাশের মানুষকে ওই ব্যক্তির মরদেহ দেখানো হয়। কিন্তু তাকে কেউ চিনতে না পারার কারণে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ দলকে খবর দেয় থানা। তারাও তাদের কার্যক্রম শেষে চলে গেছে। তারাও তার পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহত ওই ব্যক্তি একটি লুঙ্গি ও শার্ট পরা রয়েছেন। তার মাথায়, মুখে, শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার পেছনের রাস্তা (মলদার) দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। সুরাতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে আসলে সবকিছু পরিস্কার হয়ে যাবে।