কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা সদরে অবস্থিত সুর ছন্দ সংগীত একাডেমির আয়োজনে,শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বরিশাল বেতারের সংগীত শিল্পীসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সংগীত পরিচালনা করেন, সংগীত শিক্ষক বনানী হালদার।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কাউখালী মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র হাওলাদার, সুর ছন্দ সংগীত একাডেমির সভাপতি আশুতোষ মিস্ত্রি, সম্পাদক শ্যামল হালদার, মাস্টার জাহাঙ্গীর হোসেন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি মাসুম বিল্লাহ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।