কাউখালী প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কাউখালী উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, সৈয়দ বাহাউদ্দিন পলিন ,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।